ভূমিবিষয়ক পরামর্শক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। আগ্রহী প্রার্থীকে ১৫ জুলাইয়ের মধ্যে ডাকে অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম ল্যান্ড অ্যাডভাইজার/ভূমিবিষয়ক পরামর্শক।
পদের সংখ্যা ১টি। চাকরির ধরন অস্থায়ী। বেতন নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে। বয়স হতে পারবে সর্বোচ্চ ৬৫ বছর।
প্রার্থীকে কমপক্ষে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা হতে হবে। পিএইচডি ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
১৫ জুলাই ২০২১ তারিখে প্রার্থীর বয়স গণনা করা হবে।
সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, নাগরিকত্বের সনদের কপি, অবসর-সংক্রান্ত কাগজপত্র এবং ৩ কপি পাসপোর্ট আকারের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে। সব কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করা হতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।