রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ১৯ জুলাইয়ের মধ্যে ডাকে, কুরিয়ারে অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে।
১. পদের নাম উপপরিচালক।
পদের সংখ্যা ১টি। বেতন ৮৯,৩৫৮ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৫০ বছর।
প্রার্থীকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
২. পদের নাম সহকারী পরিচালক।
পদের সংখ্যা ১টি। বেতন ৫৮,৬৬৬ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৪৫ বছর।
প্রার্থীকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
৩. পদের নাম বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার।
পদের সংখ্যা ৮টি। বেতন ৩৯,৯৬০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৪০ বছর।
প্রার্থীকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
৪. পদের নাম বিজনেস ডেভেলপমেন্ট অফিসার।
পদের সংখ্যা ২০০টি। বেতন ২৯,১৩২ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩৫ বছর।
প্রার্থীকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএ, ডিএ প্রদান করা হবে।
সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুণগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে।
সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, সিটি ভাতা, কর্মস্থলে আবাসন সুবিধা, সাপ্তাহিক ছুটি ২ দিন, চিকিৎসা তহবিল, স্টাফ কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা, আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মোটরসাইকেল ও কম্পিউটার ঋণ ও স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেয়া হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের স্ব-হস্তে লিখিত আবেদনপত্র (টেলিফোন / মোবাইল নম্বর ও অভিজ্ঞতা উল্লেখ অতি আবশ্যক) এবং জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পাসপোর্ট সাইজের সদ্য তোলা ২ কপি রঙিন ছবিসহ আবেদন করতে হবে।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
সকল পদের জন্য ৬ মাস শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
রেজিস্ট্রেশন ফি ২৫০ টাকা (অফেরতযোগ্য) নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
কোনো প্রকার টিএ, ডিএ প্রদান করা হবে না।
চাকরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ (ফেরতযোগ্য) জামানত জমা এবং সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে। পাশাপাশি পিতা / দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
সকল পদে প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
পরীক্ষার সময় সব মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
সংস্থার বিভিন্ন কর্ম-এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, আরআরএফ ভবন, সিঅ্যান্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।