পেশকার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। আগ্রহী প্রার্থীকে ১২ আগস্টের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম পেশকার।
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। কম্পিউটারে পারদর্শী হতে হবে।
২০২১ সালের ১২ আগস্ট প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
খামের ওপরে প্রার্থীর নাম, পদের নাম এবং নিজ জেলা উল্লেখ করতে হবে।
সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, নাগরিকত্বের সনদের কপি, ৩ কপি পাসপোর্ট আকারের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে। সব কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করা হতে হবে।
আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানা সংবলিত ১০ টাকার ডাকটিকিট যুক্ত ১০X৪.৫ ইঞ্চি মাপের একটি ফেরত খাম দিতে হবে।
পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল, ৪০, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।