বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জনবল নিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

  •    
  • ২৭ জুন, ২০২১ ১১:২১

সরকারি, আধা-সরকারি ও স্থায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীকে ২৯ জুন থেকে ২৬ জুলাইয়ের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

১. পদের নাম অডিটর।

পদের সংখ্যা ৭টি। চাকরির গ্রেড ১১। বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।

প্রার্থীকে বাণিজ্য বিভাগে স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

২. পদের নাম কম্পিউটার অপারেটর।

পদের সংখ্যা ৫টি। চাকরির গ্রেড ১৩। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।

প্রার্থীকে বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

৩. পদের নাম সার্ভেয়ার।

পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৪। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।

প্রার্থীকে ডিপ্লোমা ইন সার্ভে ডিগ্রিধারী হতে হবে।

৪. পদের নাম সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।

পদের সংখ্যা ৭টি। চাকরির গ্রেড ১৩। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।

প্রার্থীকে স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। সাঁটলিপিতে গতি বাংলা ৪৫ শব্দ ও ইংরেজি ৭০ শব্দ।

৫. পদের নাম ক্যাশিয়ার।

পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৪। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।

প্রার্থীকে বাণিজ্য বিভাগে স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার চালানো জানতে হবে।

৬. পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদের সংখ্যা ৫টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

প্রার্থীকে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। বাংলা ও ইংরেজি টাইপে প্রতি মিনিটে গতি ২০ শব্দ থাকতে হবে।

৭. পদের নাম সহকারী লাইব্রেরিয়ান।

পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

প্রার্থীকে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ স্নাতক ও গ্রন্থাগার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।

৮. পদের নাম অফিস সহায়ক।

পদের সংখ্যা ১২টি। চাকরির গ্রেড ২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।

প্রার্থীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

সরকারি, আধা-সরকারি ও স্থায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

চাকরিরত প্রার্থীদের সব শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অনুমতিপত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন ও ফটোকটি দিতে হবে।

আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য অবশ্যই উল্লেখ করতে হবে।

নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে। লিখিত/মৌখিক/ব্যবহারিক/অন্য কোনো পরীক্ষায় অংশ নিতে কোনো ধরনের ভাতা দেয়া হবে না।

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও কোটার সমর্থনে (প্রযোজ্য ক্ষেত্রে) সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত আবেদন ফরমের সত্যায়িত ১ সেট ফটোকপি জমা দিতে হবে।

নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত সব কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে।

এতিমখানা নিবাসী, প্রতিবন্ধী, উপজাতীয়, আনসার ও ভিডিপি কোটার প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট; মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যাদের পুত্র/কন্যার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রের মূল সনদের ১ সেট সত্যায়িত অনুলিপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।

এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল অথবা বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদের সংখ্যা কম/বেশি এবং প্রয়োজনবোধে যেকোনো সংশোধন, পরিবর্তন বা পরিবর্ধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

অনলাইনে ফরম পূরণের জন্য এখানে ক্লিক করুন।

আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

এ বিভাগের আরো খবর