ন্যাশনাল কনসালটেন্ট পদে চিকিৎসক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আগ্রহী প্রার্থীকে ১৫ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম ন্যাশনাল কনসালটেন্ট (এমসিএইচ)।
পদের সংখ্যা ১টি। চাকরির ধরন অস্থায়ী। বেতন ১,৮০,০০০ টাকা।
প্রার্থীকে এমবিবিএস পাস হতে হবে। মাস্টার্স ইন পাবলিক হেলথ বিষয়ের প্রার্থীরা আগ্রাধিকার পাবেন।
বিএমডিসির রেজিস্ট্রেশন থাকতে হবে। মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনায় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি যুক্ত করতে হবে।
সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। কোনো ধরনের যাতায়াত ভাতা দেয়া হবে না।
চাকরির মেয়াদ প্রাথমিকভাবে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত।
আবেদনপত্র পাঠানোর ই-মেইল: jobs.doctormch@gmail.com
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।