অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে পূবালী ব্যাংক সিকিউরিটিস লিমিটেড। আগ্রহী প্রার্থীকে ৮ জুলাইয়ের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার।
পদের সংখ্যা ১২টি। প্রার্থীকে স্নাতক অথবা স্নতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
২০২১ সালের ৩০ জুন প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
নিয়োগপ্রাপ্ত প্রার্থী পূবালী ব্যাংকের বেতনকাঠামো অনুসারে বেতন পাবেন। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে।
সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, নাগরিকত্বের সনদের কপি, ৩ কপি পাসপোর্ট আকারের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে। সব কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করা হতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ম্যানেজিং ডিরেক্টর, পূবালী ব্যাংক সিকিউরিটিস লিমিটেড, হেড অফিস, এ-এ ভবন, ২৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।