শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। আগ্রহী প্রার্থীকে ১৫ জুলাইয়ের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম নির্বাহী প্রকৌশলী।
পদের সংখ্যা ১টি। চাকরির ধরন স্থায়ী। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৪০ বছর।
প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিংয়ে (সিভিল) স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত অথবা বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী হিসেবে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম অফিস সহায়ক।
পদের সংখ্যা ১টি। চাকরির ধরন স্থায়ী। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর।
প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩. পদের নাম হোস্টেল বেয়ারার।
পদের সংখ্যা ১টি। চাকরির ধরন স্থায়ী। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর।
প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীকে নির্ধারিত ফরমে স্বহস্তে লিখিত আবেদন করতে হবে। ফরম পেতে এখানে ক্লিক করুন।
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
২০২১ সালের ১৫ জুলাই প্রার্থীর বয়স কত হয়, তা আবেদনে উল্লেখ করতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
১ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।
উত্তরা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে মহাপরিচালক, বিকেএসপির অনুকূলে এই পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংগ্রহ করতে হবে। পে-অর্ডার/ব্যাংক ড্রাফট না দিলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় ডাকা হবে। এ সময় যোগ্যতার ও অন্যান্য সব সনদের মূল কপি দেখাতে হবে।
প্রযোজ্য ক্ষেত্রে মহিলা কোটা, উপজাতীয় কোটা এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী নির্ধারিত কোটা সংরক্ষণ করা হবে। তবে সব ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সনদপত্র দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে।
নিয়োগসংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের যেকোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
সম্প্রতি তোলা ৩ কপি ৫X৫ সেমি সাইজের সত্যায়িত ছবিসহ আবেদন করতে হবে।
ঠিকানা: মহাপরিচালক, বিকেএসসি, জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।
নির্ধারিত তারিখের পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।