মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ১১ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
১. পদের নাম প্রোগ্রামার।
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ৬। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা সিএসই/ আইসিটি-সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
২. পদের নাম সহকারী প্রোগ্রামার।
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা সিএসই/ আইসিটি-সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
৩. পদের নাম তথ্যসেবা কর্মকর্তা।
পদের সংখ্যা ৩৭টি। চাকরির গ্রেড ১০। বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিএসই/আইসিটি বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।
শুধু নারী প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন। এই পদে যেসব উপজেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তার তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
চাকরির ধরন অস্থায়ী। প্রকল্পের নাম ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য-যোগাযোগপ্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়)’।
অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীকে এই ওয়েবসাইটে যেতে হবে।
২০২১ সালের ১১ জুলাই ২ ও ৩নং পদের প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।