ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পল্লী সঞ্চয় ব্যাংকে সহকারী সিস্টেম অ্যানালিস্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহী প্রার্থীকে ২৭ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম সহকারী সিস্টেম অ্যানালিস্ট।
পদের সংখ্যা ১টি। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
আগ্রহী প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/অ্যাপ্লায়েড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রিধারী হতে হবে।
২০২০ সালের ১ মার্চ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে।
অনলাইনে আবেদন ফরম পূরণের পর পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা রকেট পেমেন্ট সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে।
প্রার্থীকে নির্বাচনী পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে এবং অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।