আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ এর মার্কেটিং বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীকে নির্দিষ্ট তারিখে সরাসরি সাক্ষাৎকারের জন্য বলা হয়েছে।
১. পদের নাম ট্রেড মার্কেটিং সুপারভাইজার।
বেতন ২০,০০০ টাকা।
প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সিগারেট মার্কেটিং/এফএমসিজি সেলস/প্রোমোশনের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
টিম পরিচালনায় পারদর্শী, চটপটে, উপস্থাপনায় দক্ষতা ও কনভিন্সিং দক্ষতা থাকতে হবে। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকতে হবে।
২. পদের নাম ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ।
বেতন ১৩,০০০ টাকা।
প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। সেলস/প্রোমোশনের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
চটপটে, উপস্থাপনায় দক্ষতা ও কনভিন্সিং দক্ষতা থাকতে হবে। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকতে হবে।
উভয় পদে বয়স হতে পারবে সর্বোচ্চ ৩২ বছর। উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।
নিয়োগপ্রাপ্ত প্রার্থী মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও কামরাঙ্গীরচরে কাজ করবেন।
শুধু পুরুষ প্রার্থীরাই এসব পদে আবেদন করতে পারবেন।
দায়িত্ব: দায়িত্বপ্রাপ্ত এলাকায় ব্র্যান্ডের কনজাম্পশন এবং মার্কেট শেয়ার বৃদ্ধির জন্য কাজ করবেন।
আগ্রহী প্রার্থীকে জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।