পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন পল্লী উন্নয়ন একাডেমি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ২৪ জুনের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম গাড়িচালক।
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
প্রার্থীকে অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
২. পদের নাম চৌকিদার কাম কুক।
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
প্রার্থীকে অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রান্নার কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার ২৯ ডিসেন্বর ২০১৪ তারিখের স্মারক নং পরিপত্রে উল্লিখিত চাকরির আবেদনের মডেল ফরম অনুযায়ী মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া বরাবরে আবেদন করতে হবে। আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।
ক্রমিক নং ১-এ উল্লেখিত পদে গত ৩০/১২/২০২০ তারিখে জারিকৃত অ্যাকাডেমির নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
প্রাপ্ত আবেদনসমূহের মধ্যে যোগ্য বিবেচিত প্রার্থীদের তালিকা ২৫ জুন ২০২১ এবং পরীক্ষার আসনবিন্যাস ও সময়সূচি ২৬ জুন ২০২১ তারিখে আরডিএ’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রার্থীদের অনুকূলে পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে এবং পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে ।
নিয়োগ পরীক্ষা আগামী ২৮ জুন ২০২১ পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ায় অনুষ্ঠিত হবে।
আবেদনকারীকে মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার অনুকূলে পরীক্ষার ফি বাবদ ১নং ক্রমিকের পদের জন্য ১০০ টাকা এবং ২নং ক্রমিকের পদের জন্য ৫০ টাকার পোস্টাল অর্ডার/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। স্বাক্ষরবিহীন, অস্পষ্ট, অসম্পূর্ণ ও নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি (পার্শ্ব ছবি গ্রহণযোগ্য হবে না) সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে কোনো সনদপত্র সংযোজনের প্রয়োজন নেই। তবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের একসেট সত্যায়িত ফটোকপিসহ মূল কপি সঙ্গে আনতে হবে।
আবেদনকারীর বয়স ২৪ জুন, ২০২১ ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
প্রার্থী নির্বাচনকালে সরকারের প্রচলিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি হলে প্রার্থীকে তার পিতা/মাতা /দাদা-দাদি/নানা-নানীর মুক্তিযোদ্ধা প্রমাণের জন্য মুক্তিযোদ্ধা সনদপত্রের অনুলিপি, গেজেটের ফটোকপি ও মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র/উপযুক্ত সনদসহ পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের কপি প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।
সরকারি/আধা-সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা ও বয়স থাকা সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিজ নিজ প্রতিষ্ঠানের অনাপত্তি সনদের মূল কপি অবশ্যই দাখিল করতে হবে ৷
লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। অনিবার্য কারণে নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন বা অন্য কোনো তথ্যের পরিবর্তন হলে তা যথাসময়ে প্রার্থীদের ফোনে খুদেবার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হবে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো আবেদন বাতিল করার ক্ষমতা রাখেন। নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/প্রত্যাহারের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।