বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ৫ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
১. পদের নাম ডকুমেন্ট কন্ট্রোল অফিসার।
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। প্রার্থীর বয়স হতে পারবে সর্বোচ্চ ৩৫ বছর।
২. পদের নাম ইন্টারনাল অডিট অফিসার।
পদের সংখ্যা ২টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। প্রার্থীর বয়স হতে পারবে সর্বোচ্চ ৩৫ বছর।
৩. পদের নাম সহকারী পরিচালক (হিসাব ও অভ্যন্তরীণ নিরীক্ষা)
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। প্রার্থীর বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর।
৪. পদের নাম পরীক্ষক (রসায়ন)।
পদের সংখ্যা ১৬টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। প্রার্থীর বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর।
৫. পদের নাম পরীক্ষক (পুরকৌশল, পদার্থ)।
পদের সংখ্যা ৬টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। প্রার্থীর বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর।
৬. পদের নাম পরীক্ষক (ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস)।
পদের সংখ্যা ৪টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। প্রার্থীর বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর।
৭. পদের নাম পরীক্ষক (টেক্সটাইল)।
পদের সংখ্যা ৩টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। প্রার্থীর বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর।
৮. পদের নাম পরীক্ষক (মেট্রোলজি)।
পদের সংখ্যা ২টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। প্রার্থীর বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর।
৯. পদের নাম পরীক্ষক (মান) কৃষি ও খাদ্য।
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। প্রার্থীর বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর।
১০. পদের নাম পরীক্ষক (মান) রসায়ন।
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। প্রার্থীর বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর।
১১. পদের নাম পরীক্ষক (মান) ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও কারিগরি।
পদের সংখ্যা ২টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। প্রার্থীর বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর।
১২. পদের নাম পরীক্ষক (মান) পুরকৌশল ও যন্ত্রকৌশল।
পদের সংখ্যা ২টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। প্রার্থীর বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর।
১৩. পদের নাম ফিল্ড অফিসার (সার্টিফিকেশন মার্কস)।
পদের সংখ্যা ২০টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। প্রার্থীর বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর।
১৪. পদের নাম পরিদর্শক (মেট্রোলজি)
পদের সংখ্যা ২৫টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। প্রার্থীর বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর।
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সকল জেলার প্রার্থী বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না।
১ জুন, ২০২১ বয়সসীমা ক্রমিক নং ১ ও ২ ছাড়া অন্যান্য পদের জন্য বয়স ২১-৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়স ২১-৩২ বছর।
ক্রমিক নং ১ ও ২ এ বর্ণিত পদের জন্য প্রার্থীর বয়স ২১-৩৫ বছর।
প্রার্থীর বয়স কম/বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনে উল্লেখ করতে হবে। অন্যথায় পরবর্তীতে উক্ত শিক্ষাগত যোগ্যতা কোনোক্রমেই গ্রহণ করা হবে না।
এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতির পূর্বের বিভাগ/শ্রেণির সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারীকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।
চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীদের জমাকৃত সনদ/মার্কশিট/টেস্টিমোনিয়ালে যদি ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) উল্লেখ না থাকে তবে অর্জিত ডিগ্রি ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) মর্মে বিভাগীয় প্রধান/পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় তাদের অর্জিত ডিগ্রি ৩ বছর মেয়াদি হিসেবে গণ্য করা হবে।
প্রার্থীর চাকরির অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে/লিড অডিটর ও ইন্টারনাল অডিটর কোর্স (প্রযোজ্য ক্ষেত্রে) সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র প্রমাণক দাখিল করতে হবে।
লিখিত পরীক্ষার সময় প্রয়োজনীয় কলম, রাবার, পেনসিল, সাধারণ ক্যালকুলেটর ইত্যাদি সঙ্গে আনতে পারবে। অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। প্রার্থীর অনুকূলে প্রদেয় প্রবেশপত্রে লিপিবদ্ধ নিয়মাবলি অনুসরণ করা প্রার্থীর জন্য বাধ্যতামূলক।
প্রার্থীর দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। তাছাড়া প্রার্থী কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ এ বিষয়ে দায়ী হবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যদি কোনো প্রার্থী বাংলাদেশি নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য সংকল্প করেন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক শৃঙ্খলাজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা কেউ কোনো পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় হতে ভেরিফিকেশনের পর তদের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে।
কোনোরূপ প্রভাব বিস্তারের প্রচেষ্টা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ দেয়া হবে না। আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা কম/বেশি/বাতিল করার অধিকার সংরক্ষণ করে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে নিম্নবর্ণিত কাগজপত্র / সনদপত্র দাখিল করতে হবে।
শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদপত্র। সনদপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড সরকারি কর্মকর্তা কর্তৃক) দাখিল করতে হবে।
জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনপত্রসহ প্রযোজ্য অন্যান্য সনদ, প্রত্যয়নপত্রের মূলকপি আনতে হবে। উক্ত সনদ/কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড সরকারি কর্মকর্তা কর্তৃক) দাখিল করতে হবে। তাছাড়া চাকরিরত প্রার্থীদের মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/সংস্থার অনুমতিপত্র সাক্ষাৎকারের সময় দাখিল করতে হবে। অন্যথায় সাক্ষাৎকার গ্রহণ করা হবে না।
বিভাগীয়/চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণপূর্বক আবেদন করতে হবে। আবেদনপত্রের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতার/মাতার বীর মুক্তিযোদ্ধা সনদের মূলকপি প্রদর্শন ও সত্যায়িত কপি জমা প্রদান করতে হবে ।
প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/দায়িতপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের মূল কপি প্রদর্শন ও সত্যায়িত কপি জমা প্রদান করতে হবে।
অনলাইনে আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ৬৭২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।