বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড সহকারী প্রকৌশলী পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ২০ জুনের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম সহকারী প্রকৌশলী (নৌ স্থপতি)।
পদের সংখ্যা ২টি। চাকরির ধরন চুক্তিভিত্তিক।
প্রার্থীকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন নেভাল আর্কিটেকচার ডিগ্রিধারী হতে হবে। সিজিপিএ থাকতে হবে কমপক্ষে ৩.০০।
৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিপ বিল্ডিং-সংক্রান্ত সফটওয়্যার Maxsurf.Rhino তে পারদর্শী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আগ্রহী প্রার্থীকে সিভি, নাগরিকত্ব অথবা জাতীয়তার সনদপত্র, জন্মনিবন্ধনের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি ও ৪ কপি পাসপোর্ট আকারের ছবি সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে পাঠাতে হবে।
পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।