অ্যাসিস্ট্যান্ট ফর ব্লাইন্ড চিলড্রেন (এবিসি) অপথালমিক অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ১৭ জুনের মধ্যে ডাকে অথবা কুরিয়ারে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম অপথালমিক অ্যাসিস্ট্যান্ট।
পদের সংখ্যা ৪টি। চাকরির ধরন পূর্ণকালীন। শুধু নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর।
বেতন সর্বসাকুল্যে ১২,২৪০ টাকা। সঙ্গে গ্র্যাচুয়িটি এবং উৎসব বোনাসসহ সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থী এবিসি চক্ষু হাসপাতাল, সালনা, গাজীপুরে কাজ করবেন। প্রার্থীকে হাসপাতালে ওটি সিস্টার হিসেবে কাজ করতে হবে। অপথালমিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে চক্ষু সেবা দেয়ার মানসিকতা থাকতে হবে।
প্রার্থীকে সরকার স্বীকৃত কোনো নার্সিং কলেজ অথবা আইএইচটি থেকে অপথালমজির ওপর কমপক্ষে ২ বছরের ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। থাকতে হবে ৬ মাসের রেফ্রেকশনিস্ট প্রশিক্ষণ।
আগ্রহী প্রার্থীকে নাম, পিতা, মাতা, স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে), বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ ও বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং মোবাইল/ টেলিফোন নম্বর উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল সেক্রেটারি, এবিসি, প্রধান কার্যালয়, ৪২/বি/১, ইন্দিরা রোড (তৃতীয় তলা), তেজগাঁও, ঢাকা -১২১৫।