আইচি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ২০ জুনের মধ্যে ডাকে অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম অধ্যক্ষ।
বয়স হতে পারবে সর্বোচ্চ ৬৫ বছর।
প্রার্থীর বিএমঅ্যান্ডডিসির নীতিমালা অনুসারে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। থাকতে হবে বিএমঅ্যান্ডডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন।
২. পদের নাম অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক।
বিভাগগুলো হলো অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি , কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস, চক্ষু, ইএনটি, পেডিয়েট্রিক্স, অর্থোপেডিক্স, অ্যানেসথেসিয়া, ডার্মাটোলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং এবং সাইকিয়াট্রি।
প্রার্থীর বিএমঅ্যান্ডডিসির নীতিমালা অনুসারে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। থাকতে হবে বিএমঅ্যান্ডডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন।
৩. পদের নাম পরিচালক, সহকারী পরিচালক (হাসপাতাল)।
প্রার্থীকে হাসপাতাল পরিচালনায় অভিজ্ঞ হতে হবে। অবসরপ্রাপ্ত আর্মি মেডিক্যাল কোরের সদস্যরা অগ্রাধিকার পাবেন।
প্রার্থীর বিএমঅ্যান্ডডিসির নীতিমালা অনুসারে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। থাকতে হবে বিএমঅ্যান্ডডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন।
৪. পদের নাম রেজিস্ট্রার।
বিভাগগুলো হলো মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস, চক্ষু, ইএনটি এবং পেডিয়েট্রিক্স।
প্রার্থীর বিএমঅ্যান্ডডিসির নীতিমালা অনুসারে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। থাকতে হবে বিএমঅ্যান্ডডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন।
৫. পদের নাম প্রভাষক।
বিভাগগুলো হলো অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, প্যাথলজি, মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজি।
প্রার্থীর বিএমঅ্যান্ডডিসির নীতিমালা অনুসারে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। থাকতে হবে বিএমঅ্যান্ডডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন।
এছাড়া হাসপাতালের বিভিন্ন প্রশাসনিক পদে জনবল নিয়োগ করা হবে। সেগুলো হলো প্রশাসনিক কর্মকর্তা, লাইব্রেরিয়ান (কলেজ), নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, ওটি নার্স, অফিস সহকারী, হিসাবরক্ষক, সহকারী হিসাবরক্ষক, স্টোর কিপার, মার্কেটিং অফিসার, ওয়ার্ড মাস্টার, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব, এক্স-রে), লন্ড্রি ম্যান, লিফট অপারেটর, ক্যাফেটেরিয়া ইনচার্য, ড্রাইভার, সিকিউরিটি গার্ড, ওয়ার্ডবয়, ওটি বয়, ওটি ক্লিনার, আয়া, বুয়া এবং ক্লিনার।
বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ করা হয়নি।
আবেদনকৃত প্রার্থীদের মধ্যে শুধু বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আইচি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল, মেন্দিপুর, আমুলিয়া, ডেমরা, ঢাকা-১৩৬০।
অথবা
আইচি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল, স্কাইভিউ ট্রেড সেন্টার, ২৭, শিল্পাচার্য জয়নুল আবেদীন রোড, শান্তি নগর, ঢাকা-১২১৭।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।