চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ২৫ জুনের মধ্যে ডাকে অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে।
পদের নাম সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা ১টি। গ্রেড ১৪। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা। নিয়োগ পদ্ধতি সরাসরি।
প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
ইংরেজিতে মিনিটে ২৫ ও বাংলায় মিনিটে ২০ শব্দ টাইপ করতে জানতে হবে। এ ছাড়া শর্টহ্যান্ডে ইংরেজিতে মিনিটে ৭০ ও বাংলায় মিনিটে ৪৫ শব্দ গতি থাকতে হবে।
২০২০ সালের ৩০ ডিসেম্বর প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীকে স্বহস্তে লেখা আবেদনপত্র পাঠাতে হবে।
পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা মূল্যমানের পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: উপজেলা নির্বাহী অফিসার, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।