কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীকে ২০ জুনের মধ্যে ডাকে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম রিসোর্স ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট।
পদের সংখ্যা ১টি। বেতন ৮০,০০০ টাকা।
প্রার্থীকে বিজ্ঞান/কমার্স/ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। কৃষিবিজ্ঞানের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
২. পদের নাম অ্যাকাউনট্যান্ট।
পদের সংখ্যা ১টি। বেতন ৭০,০০০ টাকা।
প্রার্থীকে কমার্স বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিধারী হতে হবে। হিসাব পরিচালনা ও নগদ লেনদেনে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২০২১ সালের ২০ জুন প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।
সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, নাগরিকত্বের সনদের কপি ও ২ কপি পাসপোর্ট আকারের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
ঠিকানা: পরিচালক, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট (পিআইইউ-বিএআরসি), ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ-২ প্রকল্প, অ্যাডমিন বিল্ডিং (তৃতীয় তলা), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকা-১২১৫।
আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধমে নির্ধারিত তারিখের নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে। সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।