বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিরাপত্তাকর্মী নিচ্ছে আকিজ গ্রুপ

  •    
  • ২৯ মে, ২০২১ ১৪:৪৪

ইন্টারভিউর তারিখ: ২, ৩ ও ৬ জুন সকাল ১০টা হতে বিকেল ৪টা।

আকিজ গ্রুপ জরুরি ভিত্তিতে নিরাপত্তাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে নির্দিষ্ট তারিখে সরাসরি ইন্টারভিউর জন্য উপস্থিত হতে হবে।

১. পদের নাম নিরাপত্তা হাবিলদার

প্রার্থীকে অষ্টম শ্রেণি/এসএসসি পাসসহ সার্জেন্ট অথবা হাবিলদার হিসাবে অবসরপ্রাপ্ত সামরিক/বিজিবি/আনসার বাহিনীর সদস্য হতে হবে।

অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে। বয়স সর্বোচ্চ ৫০ বছর। মাসিক বেতন হবে ১৩,০০০ টাকা।

২. পদের নাম নিরাপত্তা প্রহরী

প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাসসহ যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী হিসেবে কমপক্ষে ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত সামরিক/বিজিবি/আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি। বয়স সর্বোচ্চ ৫০ বছর। মাসিক বেতন ১০,০০০ টাকা।

প্রার্থীদের শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সমাপ্তির পর কর্মদক্ষতার ভিত্তিতে চাকরিতে স্থায়ীকরণসহ বেতন বৃদ্ধি করা হবে।

এ ছাড়াও উৎসব বোনাস, ফ্রি আবাসনসুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ছুটিসহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগসুবিধা ভোগ করতে পারবেন।

প্রার্থীকে টেলিফোন/মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র এবং মূল সনদপত্রের ফটোকপি সঙ্গে নিয়ে ইন্টারভিউতে আসতে হবে।

ইন্টারভিউর তারিখ: ২, ৩ ও ৬ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা।

ঠিকানা: মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, প্রধান কার্যালয়, আকিজ গ্রুপ (তেজগাঁও ওয়্যার হাউস), বলাকা মোড়, ১৮৩ তেজগাঁও, ঢাকা।

নিয়োগপ্রাপ্ত প্রার্থী আকিজ গ্রুপের নওগাঁ, রাজশাহী, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানে কাজ করবেন।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

এ বিভাগের আরো খবর