আকিজ গ্রুপ জরুরি ভিত্তিতে নিরাপত্তাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে নির্দিষ্ট তারিখে সরাসরি ইন্টারভিউর জন্য উপস্থিত হতে হবে।
১. পদের নাম নিরাপত্তা হাবিলদার
প্রার্থীকে অষ্টম শ্রেণি/এসএসসি পাসসহ সার্জেন্ট অথবা হাবিলদার হিসাবে অবসরপ্রাপ্ত সামরিক/বিজিবি/আনসার বাহিনীর সদস্য হতে হবে।
অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে। বয়স সর্বোচ্চ ৫০ বছর। মাসিক বেতন হবে ১৩,০০০ টাকা।
২. পদের নাম নিরাপত্তা প্রহরী
প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাসসহ যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী হিসেবে কমপক্ষে ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত সামরিক/বিজিবি/আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি। বয়স সর্বোচ্চ ৫০ বছর। মাসিক বেতন ১০,০০০ টাকা।
প্রার্থীদের শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সমাপ্তির পর কর্মদক্ষতার ভিত্তিতে চাকরিতে স্থায়ীকরণসহ বেতন বৃদ্ধি করা হবে।
এ ছাড়াও উৎসব বোনাস, ফ্রি আবাসনসুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ছুটিসহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগসুবিধা ভোগ করতে পারবেন।
প্রার্থীকে টেলিফোন/মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র এবং মূল সনদপত্রের ফটোকপি সঙ্গে নিয়ে ইন্টারভিউতে আসতে হবে।
ইন্টারভিউর তারিখ: ২, ৩ ও ৬ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা।
ঠিকানা: মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, প্রধান কার্যালয়, আকিজ গ্রুপ (তেজগাঁও ওয়্যার হাউস), বলাকা মোড়, ১৮৩ তেজগাঁও, ঢাকা।
নিয়োগপ্রাপ্ত প্রার্থী আকিজ গ্রুপের নওগাঁ, রাজশাহী, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানে কাজ করবেন।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।