সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণ কোনাবাড়ি, গাজীপুর’ প্রকল্পে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগ্রহী প্রার্থীকে আগামী ৮ জুনের মধ্যে ডাকে বা কুরিয়ারে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম হিসাবরক্ষক।
পদের সংখ্যা ১টি। বেতন স্কেল ৯,৩০০ টাকা।
প্রার্থীকে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো সরকারি/প্রকল্পে হিসাবরক্ষক হিসেবে কমপক্ষে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রকল্প বাস্তবায়নসংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
২. পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা ১টি। বেতন স্কেল ৯,৩০০ টাকা।
প্রার্থীকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ গতি থাকতে হবে। প্রকল্প বাস্তবায়নসংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
আবেদনপত্রে নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর, জন্ম তারিখ, ৩১/০৩/২০২১ তারিখে বয়স উল্লেখ করতে হবে।
শিক্ষাগত যোগাতার সব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ প্রতিষ্ঠান/কর্তৃপক্ষের দেয়া সনদ এবং সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
ছবি ও সব সনদপত্রের কপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। খামের ওপর নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে।
২০২১ সালের ৩১ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের মূল অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নাম ও ঠিকানা লেখা ছয় টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিটযুক্ত একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে সব প্রার্থীকে প্রকল্প পরিচালক, দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণ কোনাবাড়ি, গাজীপুর শীর্ষক প্রকল্প বরাবর সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী ব্যাংক লিমিটেড, আগারগাঁও শাখা, ঢাকার অনুকূলে ২০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে অর্ডার সংযুক্ত করতে হবে।
প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবল উপযুক্ত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে। নিয়োগ পরীক্ষায় (লিখিত, ব্যবহারিক ও মৌখিক) অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
আবেদনপত্র গ্রহণ, বাছাই, বাতিল কিংবা অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার পূর্ণ এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রকল্প পরিচালক, দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণ কোনাবাড়ি, গাজীপুর প্রকল্প, সমাজসেবা অধিদপ্তর, কক্ষ নং ৮০৮, ৮ম তলা, ই-৮/বি-১, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।