বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (গবেষণা) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগ্রহী প্রার্থীকে ২০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম সহকারী পরিচালক (গবেষণা)।
পদের সংখ্যা ১৯টি। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
আগ্রহী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি অথবা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। কোনো পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ২টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
২০২১ সালের ২০ জুন প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এ সময় প্রার্থী নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্য তোলা রঙিন ছবি আপলোড করবেন। স্বাক্ষর ও ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে।
ফরমে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ উল্লেখ করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর সিভি আইডেন্টিফিকেশন নম্বর, ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা ও অন্যান্য কাজে এ তথ্যগুলো প্রয়োজন হবে।
প্রার্থীদের ফরম পূরণের সময় কোনো কাগজপত্র দিতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফরমে দেয়া তথ্যের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মৌখিক পরীক্ষায় উপস্থিত হতে হবে।
চাকরিরত প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে প্রদর্শন করতে হবে।
স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীরা স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর ঠিকানা ব্যবহার করলে সেই ঠিকানার স্বপক্ষে সনদপত্র দিতে হবে।
অসম্পূর্ণ ও ভুল তথ্যসংবলিত আবেদন বাতিল করা হবে। নিয়োগের ক্ষেত্রে কোটাসংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে বা পরবর্তী সময়ে কোনো প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, মিথ্যা তথ্য দিলে, জাল সনদ জমা দিলে যেকোনো সময় সেই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ প্রার্থীদের কাউকে নিয়োগ করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।