রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীকে ২৫ জুনের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পাবেন ১ জন। গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। প্রার্থীর এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। ইংরেজিতে মিনিটে ২০ ও বাংলায় মিনিটে ২০ শব্দ টাইপ করতে জানতে হবে।
২. অফিস সহায়ক পদে নিয়োগ পাবেন ১ জন। গ্রেড ২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। প্রার্থীর এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
২০২১ সালের ২৫ জুন প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।
সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, নাগরিকত্বের সনদের কপি, ৪ কপি পাসপোর্ট আকারের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
১ নং পদের জন্য ১০০ টাকা এবং ২ নং পদের জন্য ৫০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ১-২২১১-০০০০-২০৩১ নম্বর কোডে জমা দিয়ে চালানের মূলকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পুলিশ সুপার, রাজবাড়ী।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।