ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেডে ‘জেনারেল ম্যানেজার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহী প্রার্থীকে আগামী ৮ জুনের মধ্যে ডাকে অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে।
পদের নাম জেনারেল ম্যানেজার।
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ২। বেতন স্কেল ৬৬,০০০-৭৬,৪৯০ টাকা।
আগ্রহী প্রার্থীকে দ্বিতীয় শ্রেণির (সমমানের সিজিপিএ) স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
অন্যান্য একাডেমিক পরীক্ষার যেকোনো একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি (সমমানের সিজিপিএ) থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
ফিন্যান্স, ব্যাংকিং, অর্থনীতি, অ্যাকাউন্টিং, এসিএ, এফসিএ, এসিএমএ, এফসিএমএ, এমবিএ ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন। ব্যাংকিং ডিপ্লোমার উভয় পর্বে উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
প্রার্থীকে ডেপুটি জেনারেল ম্যানেজার বা সমমান বা তদূর্ধ্ব পদে ৩ বছরের চাকরিসহ ১৪ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কশিট/ট্রান্সক্রিপ্টের কপি, অভিজ্ঞতার সনদপত্রের কপি, জাতীয়তা সনদপত্রের কপি এবং ৩ কপি পাসপোর্ট আকারের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে ২০০ টাকার পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (দ্বিতীয় সংলগ্নী ভবন, ১৭ তলা), ঢাকা।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।