সহকারী প্রকৌশলী পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র। আগ্রহী প্রার্থীকে ২৫ মের মধ্যে ডাকে অথবা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম সহকারী প্রকৌশলী।
পদের সংখ্যা ২টি। চাকরির ধরন চুক্তিভিত্তিক। চুক্তির মেয়াদ ৮ মাস। প্রার্থীর বয়স হতে পারবে সর্বোচ্চ ৩৫ বছর। নিয়োগপ্রাপ্ত প্রার্থী খুলনায় কাজ করবেন। বেতনভাতা বাবদ সর্বসাকুল্যে ৪৫,০০০ টাকা পাবেন।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমাধারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা জিপিএ ২.০ এর কম গ্রহণযোগ্য নয়।
এনজিওতে ওয়াশ প্রকল্পের বিভিন্ন পানি ও পয়ঃনিষ্কাশন স্থাপনা নির্মাণকাজে এবং বিশেষ করে রেইন ওয়াটার হার্ভেস্টিং কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নির্মাণকাজ সুপারভিশন, ওয়াশ স্থাপনার ড্রয়িং, ডিজাইন, এস্টিমেট করা, প্রশিক্ষণ এবং কম্পিউটারে ইঞ্জিনিয়ারিং সফট্ওয়্যার পরিচালনায় দক্ষ হতে হবে।
আগ্রহী প্রার্থীকে ১ কপি ছবি, সনদপত্রের কপিসহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রে ফোন/মোবাইল নম্বর লিখতে হবে।
ঠিকানা: নির্বাহী পরিচালক, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র, বাড়ি-৭৪১, সড়ক-৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭।
ই-মেইল: dskhr@dskbangladesh.org
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।