ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত তিনটি ব্যাংকে জনবল নেয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহী প্রার্থীকে ২৪ মের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
পদের নাম অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার/অ্যাসিসট্যান্ট হার্ডওয়্যার মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/সিনিয়র অফিসার।
পদের সংখ্যা ৪৭টি। এর মধ্যে সোনালী ব্যাংকে ১৮ জন, জনতা ব্যাংকে ১০ জন ও রূপালী ব্যাংকে ১৯ জন নিয়োগ পাবেন।
বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। সঙ্গে নিয়মানুয়ায়ী অন্যান্য সুবিধা পাবেন।
আগ্রহী প্রার্থীকে কম্পিউটার সাইন্স অথবা কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সাইন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সাইন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হলেও আবেদন করা যাবে।
২০২০ সালের ১ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
অনলাইনে আবেদনপত্র পূরণের সময় রকেট মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে।
অনলাইনে আবেদন ফরম পূরণ করতে এখানে এবং বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।