কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হিসাররক্ষক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ১৭ মের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম হিসাবরক্ষক।
পদের সংখ্যা ১টি। বেতন গ্রেড ১৩। মূল বেতন ১৯,৩০০ টাকা। চাকরির ধরন অস্থায়ী।
প্রার্থীকে কমপক্ষে বাণিজ্যে স্নাতক হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট জানা থাকতে হবে। অ্যাকাউন্টিং, ফিন্যান্স, পাবলিক প্রকিউরমেন্ট, সরকারি অডিট ব্যবস্থা, এডিপি ও আইডিএ ফিন্যান্স সিস্টেম সম্পর্কে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
২০২১ সালের ১৭ মে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/ শহিদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
অনলাইনে আবেদন করতে এখানে এবং বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।