বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ৩১ মের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম ল্যাব অ্যাটেনডেন্ট। পদের সংখ্যা ১টি। বেতন সাকল্যে ৪০,০০০ টাকা।
প্রার্থীকে এইচএসসি (বিজ্ঞান) অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
২. পদের নাম নার্সারি অ্যাটেনডেন্ট। পদের সংখ্যা ২টি। বেতন সাকল্যে ২৫,০০০ টাকা।
প্রার্থীকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। নার্সারি কাজে দক্ষ হতে হবে।
চাকরির ধরন চুক্তিভিত্তিক। নিয়োগপ্রাপ্ত প্রার্থী ‘টেকসই বন ও জীবিক (সুফল)‘ প্রকল্পে কাজ করবেন। প্রকল্প শেষ হলে চাকরি সমাপ্ত হয়ে যাবে।
প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
২ কপি পাসপোর্ট আকারের ছবি ও সব সনদপত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
ঠিকানা: ড. মো. মাহবুবুর রহমান, বিভাগীয় কর্মকর্তা ও কো-অর্ডিনেটর, টেকসই বন ও জীবিক (সুফল) প্রকল্প, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, আমিন জুট মিলস, ষোলশহর, পাঁচলাইশ, চট্টগ্রাম-৪২১১।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।