আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ১৮ মের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড)
পদের সংখ্যা ১টি। বেতন ৩৮,০০০ টাকা। সঙ্গে যাতায়াত ও মোবাইল ফোন ভাতা বাবদ ৩,০০০ টাকা থাকবে।
প্রার্থীকে কৃষি/পশুপালন/ভেটেরিনারি/মৎস্য বিজ্ঞান বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। থাকতে হবে ৩ বছর কাজের অভিজ্ঞতা।
২. পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক
পদের সংখ্যা ৪০টি। শিক্ষানবিশকালে বেতন ১৬,৫০০ টাকা।
প্রার্থীকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ/জিপিএ-৪ সহ অন্যান্য পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/জিপিএ-২.৫ থাকতে হবে।
৩. পদের নাম সুপারভাইজার
পদের সংখ্যা ৪০টি। শিক্ষানবিশকালে বেতন ১৫,৫০০ টাকা।
প্রার্থীকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ/জিপিএ-৪ সহ অন্যান্য পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/জিপিএ-২.৫ থাকতে হবে।
আগ্রহী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩২ বছর। সুন্দর হাতের লেখা, সুস্বাস্থ্যের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে। খুলনা ও রংপুর বিভাগের সব জেলা এবং ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, চাঁচড়া চেকপোস্ট, পুলেরহাট, যশোর।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।