জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শূন্য পদে কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ২৫ মের মধ্যে ডাকে অথবা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম প্রশাসনিক অফিসার। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। পদের সংখ্যা ৮টি। এর মধ্যে উপাচার্য অফিসে ১ জন, সিইটিএল অফিসে ১ জন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে ১ জন, আইআইটিতে ১ জন, গ্রন্থাগার অফিসে ১ জন, অভ্যন্তরীণ অডিট অফিসে ১ জন ও জনসংযোগ অফিসে ১ জন নিয়োগ পাবেন।
প্রার্থীকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
পদের নাম নিরাপত্তা কর্মকর্তা। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। পদের সংখ্যা ২টি। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা রেজিস্ট্রার অফিসে কাজ করবেন। বয়স সর্বোচ্চ ৪০ বছর।
প্রার্থীকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সহকারী নিরাপত্তা কর্মকর্তা অথবা সমমানের পদে কমপক্ষে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আনসার/বিএনসিসি/সরকার স্বীকৃত অন্য কোনো নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ থাকতে হবে। পাশাপাশি সেখানে ১ বছর কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
আগ্রহী প্রার্থীকে ১০ কপি দরখাস্ত পাঠাতে হবে। দরখাস্তের সঙ্গে ৬০০ টাকার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
ঠিকানা: রেজিস্ট্রার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।
ই-মেইল: registrar@juniv.edu
আবেদন ফরম পেতে এখানে এবং বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।