বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২১৮১ ক্রাফট ইনস্ট্রাক্টর নিচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর

  •    
  • ৫ মে, ২০২১ ১২:২৩

চাকরির ধরন অস্থায়ী। দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদের সংখ্যা পরবর্তী সময়ে কমবেশি হতে পারে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রাফট ইনস্ট্রাক্টর পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগ্রহী প্রার্থীকে ২৫ মের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

১. ক্রাফট ইনস্ট্রাক্টর (শপ) পদে নিয়োগ পাবেন ১০৫৭ জন। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।

প্রার্থীরা যেসব বিভাগে নিয়োগ পাবেন এবং শূন্য পদের সংখ্যা নিম্নরূপ-

সিভিল-১৫৬, ইলেকট্রিক্যাল-৯৮, মেকানিক্যাল-৮৫, পাওয়ার-৪৫, ইলেকট্রনিক্স-১৪১, কম্পিউটার-১৯৫, অটোমোবাইল-৪, আরএসি-৭৫, এনভায়রনমেন্টাল-৩১, কেমিক্যাল-৩, ফুড-৩৯, টেলিকমিউনিকেশন-১৫, ইলেকট্রোমেডিক্যাল-২৭, আর্কিটেকচার-৬, এআইডিটি-৪৫, কন্সট্রাকশন-২৫, মেকাট্রনিক্স-১৮, ট্যুরিজম-১১, ডাটা কমি.-৫, কম্পিউটার সাইন্স-৫, আইপিসিটি-১৩, মাইনিং-১, সার্ভে-৫, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড পেটার্ন মেকিং-৩, সিভিল (উড)-২, গ্রাফিক ডিজাইন-২ ও প্রিন্টিং-২।

আগ্রহী প্রার্থীকে পদার্থ, রসায়নসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক/সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

অথবা

উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স করা থাকতে হবে। ৫ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

২. ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেক্ট্রনিক্স/টেক) পদে নিয়োগ পাবেন ১০১৯ জন। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।

প্রার্থীরা যেসব বিভাগে নিয়োগ পাবেন এবং শূন্য পদের সংখ্যা নিম্নরূপ-

সিভিল-১৬৫, ইলেকট্রিক্যাল-৯৪, মেকানিক্যাল-৯৫, পাওয়ার-৪৬, ইলেকট্রনিক্স-১২৭, কম্পিউটার-১৭৭, অটোমোবাইল-৫, আরএসি-৫৯, এনভায়রনমেন্টাল-৩১, কেমিক্যাল-৪, ফুড-২৭, টেলিকমিউনিকেশন-১৩, ইলেকট্রোমেডিক্যাল-৩০, আর্কিটেকচার-৬, এআইডিটি-৪৯, কন্সট্রাকশন-২৫, মেকাট্রনিক্স-৯, ট্যুরিজম-১০, ডাটা কমি.-৫, কম্পিউটার সাইন্স-৫, আইপিসিটি-১২, মাইনিং-১, সার্ভে-৫, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড পেটার্ন মেকিং-৪, সিভিল (উড)-৪, সিরামিক-৩, গ্লাস-২, গ্রাফিক ডিজাইন-৩ ও প্রিন্টিং-৩।

আগ্রহী প্রার্থীকে পদার্থ, রসায়নসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক/সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

অথবা

উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স করা থাকতে হবে। ৫ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

২. ক্রাফট ইনস্ট্রাক্টর (টেক/ল্যাব) পদে নিয়োগ পাবেন ১০৫ জন। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।

প্রার্থীরা যেসব বিভাগে নিয়োগ পাবেন এবং শূন্য পদের সংখ্যা নিম্নরূপ-

সিভিল-৮, ইলেকট্রিক্যাল-৬, মেকানিক্যাল-৩, পাওয়ার-১, ইলেকট্রনিক্স-১৮, কম্পিউটার-২৭, আরএসি-১৯, এনভায়রনমেন্টাল-১, ফুড-১৩, টেলিকমিউনিকেশন-১, ইলেকট্রোমেডিক্যাল-২, কন্সট্রাকশন-১ ও মেকাট্রনিক্স-৫।

আগ্রহী প্রার্থীকে পদার্থ ও রসায়ন সহ দ্বিতীয় শ্রেণির স্নাতক/সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

অথবা

উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স করা থাকতে হবে। ৫ বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

চাকরির ধরন অস্থায়ী। দেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদের সংখ্যা পরবর্তীতে কমবেশি হতে পারে।

২০২১ সালের ১৫ এপ্রিল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য এখানে ক্লিক করুন।

আবেদনপত্র পূরণের ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতি পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

এ বিভাগের আরো খবর