বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে আগামী ২৫ মের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম অধ্যাপক। পদের সংখ্যা ১টি। বিভাগ ইউরোলজি। বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
প্রার্থীকে এমবিবিএস অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। থাকতে হবে নিদিষ্ট বিষয়ে এমডি/এমএস/এফসিপিএস/এমআরসিপি/এফআরসিএস/এমআরসিওজি/ডিএমআরটি/ডিআরএমডি/ডিপিএম/এমফিল অথবা সমমানের পোস্ট্রগ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন।
সহযোগী অধ্যাপক হিসেবে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে সাতটি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
২. পদের নাম সহকারী অধ্যাপক। পদের সংখ্যা ২টি। বিভাগ নেফ্রোলজি ও নিউরো সার্জারি। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
প্রার্থীকে এমবিবিএস অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। থাকতে হবে নির্দিষ্ট বিষয়ে এমডি/এমএস/এফসিপিএস/এমআরসিপি/এফআরসিএস/এমআরসিওজি/ডিএমআরটি/ডিআরএমডি/ডিপিএম/এমফিল অথবা সমমানের পোস্ট্রগ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন।
কমপক্ষে তিনটি গবেষণা প্রকাশনা থাকতে হবে। বয়সসীমা ৪৫ বছর।
আগ্রহী প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। মোট ১০ সেট আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে ১০০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।