জীবন বীমা কর্পোরেশন মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ২০ মের মধ্যে ডাকে অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম মেডিকেল কনসালট্যান্ট (কার্ডিওলজিস্ট)। চাকরির ধরন অস্থায়ী।
বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ করা হয়নি। বয়স হতে পারবে সর্বোচ্চ ৫০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। সম্মানী নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে।
আগ্রহী প্রার্থীর এফসিপিএস/এমআরসিপি/এমডি (কার্ডিওলজিস্ট) ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কোনো প্রতিষ্ঠানে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, রেজিস্ট্রেশনের কপিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
ঠিকানা: জেনারেল ম্যানেজার, টি/এ ডিভিশন, জীবন বীমা কর্পোরেশন, প্রধান কার্যালয়, ২৪, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।