পার্টনারস ইন হেলথ অ্যান্ড ডেভলপমেন্ট (পিএইচডি) মিডওয়াইফ পদে জনবল নেয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ২৮ এপ্রিলের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম মিউওয়াইফ। পদের সংখ্যা ২টি। চাকরির ধরন অস্থায়ী। শুধু নারী প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ভোলার চরফ্যাসনে কাজ করতে হবে। প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আগ্রহী প্রার্থীকে বাংলাদেশ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি মিডওয়াইফারি কোর্স অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স করা থাকতে হবে। অবশ্যই বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে রেজিঃ প্রাপ্ত হতে হবে।
প্রার্থীকে নরমাল ডেলিভারি কার্যক্রমে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর বেশি অভিজ্ঞ প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেয়া হবে। গর্ভবতী/প্রসূতি/নবজাতক রেফার করার প্রয়োজন হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রার্থীকে ডেলিভারি করানো ও অন্যান্য জরুরি সেবা প্রদান করতে ২৪/৭ প্রস্তুত থাকতে হবে। চরফ্যাশন উপজেলা ও ভোলা জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (পিএইচডি), বাড়ি নং-এসডব্লিউডি ১২/এ, রোড নং- ৮, গুলশান-১, ঢাকা-১২১২ ঠিকানায় পাঠাতে হবে।
ই-মেইলেও আবেদনপত্র পাঠানো যাবে। ই-মেইল: hr-rec@phd-bd.com
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।