ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে আগামী ৩ মের মধ্যে ডাকে অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।
পদগুলো হলো প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেকচারার।
শিক্ষকরা যেসব বিভাগে নিয়োগ পাবেন সেগুলো হলো আর্কিটেকচার, মার্কেটিং, ইকোনমিক্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এমআইএস, ম্যাথমেটিক্স, হিস্টোরি, সোশিওলজি, ফিজিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইংলিশ, ল অ্যান্ড হিউম্যান রাইটস ও ফার্মেসি।
এ ছাড়া ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ও ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট নিয়োগ দেয়া হবে।
শিক্ষক পদের যেসব প্রার্থীর পিএইচডি করা আছে এবং যাদের গবেষণা প্রকাশিত হয়েছে তারা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।
আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সব সার্টিফিকেট ও মার্কশিটের কপি, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সার্টিফিকেটের কপি সংযুক্ত করতে হবে।
ঠিকানা: ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ৭৪/এ, গ্রিন রোড, ঢাকা-১২০৫।
ই-মেইল: jobs@uap-bd.edu
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।