বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অফিসার নিচ্ছে নৌবাহিনী

  •    
  • ১৮ এপ্রিল, ২০২১ ০৯:১২

প্রার্থীর বয়স ২০২২ সালের পয়লা জানুয়ারি সাড়ে ১৬ থেকে ২১ বছর হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২৩ বছর। এ ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বাংলাদেশ নৌবাহিনী ২০২২-এ অফিসার ক্যাডেট ব্যাচ (প্রথম গ্রুপ) এর আওতায় অফিসার নিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগ্রহী প্রার্থীকে ২০ মের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রার্থীর বয়স ২০২২ সালের পয়লা জানুয়ারি সাড়ে ১৬ থেকে ২১ বছর হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২৩ বছর। এ ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

পুরুষ ও নারী উভয়েই আবেদন করতে পারবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। গণিত ও পদার্থ বিজ্ঞানে কমপক্ষে জিপিএ ৪.০০ থাকতে হবে।

প্রার্থী সেনা, নৌ, বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত হলে তা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত হলে, আপিল মেডিক্যাল বোর্ড থেকে অযোগ্য বিবেচিত হলে, কোনো বিচারালয় থেকে দণ্ডপ্রাপ্ত হলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন।

আগ্রহী প্রার্থীকে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আবেদন ফি বাবদ ৭০০ টাকা জমা দিতে হবে।

নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহের প্রশিক্ষণ নেবেন। এরপর বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস এবং মিডশিপম্যান হিসেবে ১৮ মাস প্রশিক্ষণ নিতে হবে। মোট তিন বছরের এই প্রশিক্ষণ শেষে প্রার্থী বাংলাদেশ নৌবাহিনীতে ‘সাব লেফটেন্যান্ট’ পদে কমিশন লাভ করবেন।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

এ বিভাগের আরো খবর