জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স শিক্ষক নেয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ৫ মের মধ্যে ডাকে অথবা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম লেকচারার
যেসব বিভাগে লেকচারার নেয়া হবে সেগুলো হলো অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ম্যাথমেটিক্স, স্ট্যাটিসটিক্স, ইকোনমিক্স, ইংলিশ (লিংগুয়েস্টিক, লিটারেচার, টিইএসওএল), ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড ডিপ্লোমেসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট।
আগ্রহী প্রার্থীকে কোনো আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। থাকতে হবে ইংরেজিতে দক্ষতা।
পদের নাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
যেসব বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেয়া হবে সেগুলো হলো অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ম্যাথমেটিক্স, স্ট্যাটিসটিক্স, ইকোনমিক্স, ইংলিশ (লিংগুয়েস্টিক, লিটারেচার, টিইএসওএল), ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড ডিপ্লোমেসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট।
আগ্রহী প্রার্থীকে কোনো আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী অথবা এর চেয়ে উচ্চতর ডিগ্রিধারী হতে হবে। থাকতে হবে ইংরেজিতে দক্ষতা।
চাকরির ধরন ফুল টাইম। নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করতে হতে পারে।
আগ্রহী প্রার্থীকে সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপিসহ কাভার লেটার, কারিকুলাম ভাইটা পাঠাতে হবে। পাঠানোর ঠিকানা জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স, ২০০, গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২।
ই-মেইল: ashrafsento@gmail.com
খামের ওপরে বা ই-মেইলের সাবজেক্টে পদের নাম ও বিষয় উল্লেখ করতে হবে।