বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার বঙ্গভবনে নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত

  •    
  • ৫ এপ্রিল, ২০২১ ০০:৪৬

রাষ্ট্রপতি কার্যালয়ের আপন বিভাগে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের মৌখিক পরীক্ষা ৫ ও ৬ এপ্রিল হওয়ার কথা ছিল। এর আগে রেল ও সেতু বিভাগেও নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণার পর রাষ্ট্রপতি কার্যালয় বঙ্গভবনে নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার বঙ্গভবন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতি কার্যালয়ের আপন বিভাগে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের মৌখিক পরীক্ষা ৫ ও ৬ এপ্রিল হওয়ার কথা ছিল।

তবে লকডাউনের কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে কি না, সেটি স্পষ্ট করা হয়নি বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, অনিবার্য কারণে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে এবং প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস করে জানানো হবে।

এর আগে রেল ও সেতু বিভাগেও নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে। সেসব আদেশেও অনিবার্য কারণের কথাই বলা হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে।

এই সময়ে গণপরিবহন, বেসরকারি প্রতিষ্ঠান, বিপণিবিতান বন্ধ থাকবে। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান, কাঁচাবাজার, মুদি দোকান খোলা থাকবে।

সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার।

এ বিভাগের আরো খবর