করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণার পর স্থগিত করা হয়েছে রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম।
মন্ত্রণালয়ের সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ পরীক্ষা ৯ এপ্রিল ঢাকার ইডেন মহিলা কলেজে হওয়ার কথা ছিল।
কিন্তু অনিবার্য কারণে নিয়োগের লিখিত পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
করোনাভাইরাসের বিস্তার রোধে এক সপ্তাহের লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
লকডাউন বিষয়ে রোববার বেলা পৌনে ১২টার দিকে প্রজ্ঞাপনটি জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অবশ্যই পালনীয় ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে।