করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসমাগমে সরকারের বিধিনিষেধ দেয়ার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের কম্পিউটার অপারেটর, ক্যাশ সরকার ও অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বুধবার সেতু বিভাগের সহকারি সচিব (প্রশাসন) খান শাহানুর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যদিও এই আদেশে করোনার কারণে পরীক্ষা স্থগিতের বিষয়টি উল্লেখ না করে বলা হয়েছে অনিবার্য কারণের কথা।
৩ এপ্রিল রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা হওয়ার কথা ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
এ বছরের ২১ ফেব্রুয়ারি সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে। এতে বলা হয়, কম্পিউটার অপারেটর পদে পাঁচটি, ক্যাশ সরকার পদে একটি এবং অফিস সহায়ক পদে একটি শূন্য পদ ঘোষণা করে সেতু বিভাগ।