২ এপ্রিল শুক্রবার অনুষ্ঠেয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নিয়োগসংক্রান্ত সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
২ এপ্রিল ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সেলিম হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ এপ্রিল শুক্রবার অনুষ্ঠেয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নিয়োগসংক্রান্ত সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলেও উল্লেখ রয়েছে ওই বিজ্ঞপ্তিতে।