বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, রাজশাহী প্রকল্পে সহকারী প্রকৌশলী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে আগামী ১৫ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম সহকারী প্রকৌশলী (ই/এম)। চাকরির ধরন অস্থায়ী। পদের সংখ্যা একটি। গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।
আগ্রহী প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
২০২১ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
অনলাইনে আবেদনপত্র পূরনের সময় রকেট/বিকাশ/নগদ মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ২২১ টাকা দিতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।