ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে উপগ্রন্থাগারিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ১৫ এপ্রিলের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করে ডাকে পাঠাতে হবে।
পদের সংখ্যা ১টি। বিধিমোতাবেক প্রদেয় ভাতাসহ বেতন ৫০,০০০-৭১,২০০ টাকা।
প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ৫ স্কেলে কমপক্ষে ৩.৫ অথবা সিজিপিএ ৪ স্কেলে কমপক্ষে ৩.০০ পেতে হবে। থাকতে হবে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি।
আবেদন করার নির্ধারিত ফরম রেজিস্ট্রারের অফিস থেকে ৫০ টাকা দিয়ে কিনতে হবে।
আবেদনপত্রের সঙ্গে ১০০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
মোট ৮ কপি দরখাস্ত পাঠাতে হবে। পাঠানোর ঠিকানা রেজিস্ট্রার (২০৩ নং কক্ষ), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।