বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) শূন্যপদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ১২ এপ্রিল থেকে ১১ মে’র মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
ব্যক্তিগত সহকারী পদে নিয়োগ পাবেন ৬ জন। চাকরির গ্রেড ১৪। বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।
আগ্রহী প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটারে টাইপিং গতি কমপক্ষে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে।
ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ পাবেন ৩ জন। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
আগ্রহী প্রার্থীকে বিজ্ঞানে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে টাইপিং গতি কমপক্ষে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পাবেন ৭ জন। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
আগ্রহী প্রার্থীকে বিজ্ঞানে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে টাইপিং গতি কমপক্ষে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
নমুনা সংগ্রহ সহকারী পদে নিয়োগ পাবেন ২৫ জন। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
আগ্রহী প্রার্থীকে বিজ্ঞানে এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।
২০২১ সালের ৩১ মার্চ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।