বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা নেয়ার জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছে দরখাস্ত আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীকে ২৫ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে ডাকে অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগ পাবেন তিনজন। পদটির গ্রেড ৪। বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা। এই পদের প্রার্থীর বয়স সর্বনিম্ন ৩৯ বছর হতে হবে।
প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডিসহ সাত বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বিএসসি (কৃষি/টেক), এমএস, এমএসএসসিসহ সংশ্লিষ্ট কাজে অবদানসহ ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। থাকতে হবে আটটি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ।
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগ পাবেন ছয়জন। পদটির গ্রেড ৬। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। এই পদের প্রার্থীর বয়স সর্বনিম্ন ৩৫ বছর হতে হবে।
প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডিসহ দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বিএসসি (কৃষি/টেক), এমএস, এমএসসিসহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তিনটি মৌলিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এমন প্রার্থী অগ্রাধিকার পাবেন।
প্রার্থীকে সোনালী ব্যাংকের যেকোনো শাখা হতে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা-১২০৭।
নমুনা আবেদনপত্র সংগ্রহ করতে এখানে এবং বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।