বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আকর্ষণীয় বেতনে প্রোগ্রামার নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

  •    
  • ২৪ মার্চ, ২০২১ ১৫:৫৭

প্রার্থীকে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তদূর্ধ্ব পরীক্ষায় কমপক্ষে দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। শিক্ষার কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।

২০ জন সহকারী প্রোগ্রামার নেবে কেন্দ্রীয় ব্যাংক। তবে পদের সংখ্যা বাড়তে পারে।

সম্প্রতি এই প্রতিষ্ঠানটি সহকারী প্রোগ্রামার পদে জনবল নেয়ার জন্য নিজস্ব ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে।

চাকরি প্রত্যাশীদের মূল বেতন শুরুতেই হবে ২২ হাজার টাকা। এর সঙ্গে যোগ হবে বাড়ি ভাড়া, পরিবহন, স্বাস্থ্যসহ অন্যান্য ভাতা।

বাংলাদেশ ব্যাংক একটি রেগুলেটরি সংস্থা। রাষ্ট্রের পক্ষে এটি দেশের ব্যাংক এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে। দেশের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিরূপিত ও পরিচালিত হয়। এটি দেশের বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে। এ ছাড়া বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময়হার নির্ধারণ করে।

পদের বিবরণ ও বেতন

পদের সংখ্যা ২০টি। তবে পরবর্তী সময়ে পদের সংখ্যা বাড়তে বা কমতে পারে। নিয়োগপ্রাপ্ত প্রার্থী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বেতন পাবেন। যা ২২০০০-২৩১০০-২৪২৬০-২৫৪৮০-২৬৭৬০-২৮১০০-২৯৫১০-৩০৯৯০-৩২৫৪০-৩৪১৭০৩৫৮৮০-৩৭৬৮০-৩৯৫৭০-৪১৫৫০-৪৩৬৩০-৪৫৮২০-৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ টাকা। এর সঙ্গে নিয়মানুযায়ী অন্যান্য ভাতা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তদূর্ধ্ব পরীক্ষায় কমপক্ষে দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। শিক্ষার কোন পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।

জিপিএ বা সিজিপিএ কত পয়েন্টকে কোনো বিভাগ গণ্য করা হবে তার তালিকা

বয়স

২০২১ সালের ১৮ মার্চ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে পারবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফরম পূরণ

আগ্রহী প্রার্থীকে ১৫ এপ্রিলের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এ সময় প্রার্থী নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সদ্য তোলা রঙিন ছবি আপলোড করবেন। স্বাক্ষর ও ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে।

ফরমে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ উল্লেখ করতে হবে। আবেদন সম্পন্ন হবার পর সিভি আইডেন্টিফিকেশন নম্বর, ট্রাকিং নম্বর ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা ও অন্যান্য কাজে এই তথ্যগুলো প্রয়োজন হবে।

অন্যান্য শর্ত

প্রার্থীদের ফরম পূরণের সময় কোনো কাগজপত্র দিতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফরমে দেয়া তথ্যের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মৌখিক পরীক্ষায় উপস্থিত হতে হবে।

চাকরিরত প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে প্রদর্শন করতে হবে।

স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর ঠিকানা ব্যবহার করলে সেই ঠিকানার সপক্ষে সনদপত্র দিতে হবে।

অসম্পূর্ণ ও ভুল তথ্য-সংবলিত আবেদন বাতিল করা হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা-সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।

কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে বা পরবর্তী সময়ে কোনো প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, মিথ্যা তথ্য দিলে, জাল সনদ জমা দিলে যেকোনো সময় সেই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ প্রার্থীদের কাউকে নিয়োগ করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

সুতরাং দেরি না করে আজই বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করে ফেলুন।

এ বিভাগের আরো খবর