বাংলাদেশ সেনাবাহিনী ২৭তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে আগামী ১০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
যেসব ক্যাটাগরিতে বিশেষজ্ঞ চিকিৎসক নেয়া হবে সেগুলো হলো
Internal Medicine
Endocrinologist
Cardiologist
Anesthesiologist
Rheumatologist
Nephrologist
Oncologist
Pulmonologist
Gastroenterologist
Neurologist
Neuro Surgeon
Intensivist
Orthopaedic Surgeon
Cardio Thoracic Surgeon
Gynecologists
বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা উল্লেখ করা হয়নি।
২০২১ সালের ১৭ মে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে পারবে।
প্রার্থীর এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে, যা বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত।
নারী-পুরুষ, বিবাহিত-অবিবাহিত সব ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন।