মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ৯ মার্চ থেকে ৮ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদের সংখ্যা ৫৪টি। তবে পদের সংখ্যা যেকোনো সময় বাড়তে-কমতে পারে। শুধু নারী প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
২০২১ সালের ৮ এপ্রিল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা-শহিদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।