আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ২০ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদগুলো হলো ব্যবস্থাপক (হিসাব), ব্যবস্থাপক (ক্রয়), সহকারী ব্যবস্থাপক (ক্রয়), শিক্ষানবিশ সহকারী ব্যবস্থাপক (বিপনন), শিক্ষানবিশ এরিয়া ম্যানেজার, হিসাবরক্ষণ কর্মকর্তা, ক্রয় কর্মকর্তা, উৎপাদন কর্মকর্তা, রিকনসাইল অফিসার (আইটি), শেড সুপারভাইজার (বিড়ি ফ্যাক্টরি) ও শিট লেখক।
বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি।
নিয়োগপ্রাপ্ত প্রার্থী প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি সুবিধা পাবেন। প্রার্থীকে দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বিজ্ঞাপনটি দেখার জন্য এখানে এবং অনলাইনে আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।