বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৭তম দীর্ঘমেয়াদি কোর্সে অংশ নেবার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে আগামী ২২ মের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পুরুষ এবং নারী উভয় ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২০২২ সালের ১ জানুয়ারি প্রার্থীর বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি ও ওজন সর্বোচ্চ ৫৪ কেজি হতে হবে। নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি ও ওজন সর্বোচ্চ ৪৭ কেজি হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ-৫ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
ইংরেজি মাধ্যম: ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড এবং এ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। অথবা, ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড এবং এ লেভেলে ২টি বিষয়েই ১টিতে এ গ্রেড ও ১টিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৪ পেয়ে উত্তীর্ণ।
২০২১ সালের নিয়মিত এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২১ সালের নিয়মিত এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে এসএসসি-তে অবশ্যই জিপিএ-৫/ও লেভেল পরীক্ষায় ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে এবং বিএমএ যোগদানের পূর্বে ফলাফল প্রকাশিত হতে হবে।
শুধু অবিবাহিত প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
উত্তীর্ণ প্রার্থীরা তিন বছর প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদবিতে কমিশন লাভ করবেন।