নড়াইল অতিরিক্ত জেলা জজের কার্যালয়ে শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয়া হয়েছে। আগ্রহী প্রার্থীকে আগামী ১৮ মার্চের মধ্যে ডাকে অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে।
পদগুলো হলো ক্যাশিয়ার, নাজির, লাইব্রেরি সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, বেঞ্চ সহকারী ও প্রসেস সার্ভার।
ক্যাশিয়ার পদে একজন, নাজির পদে দুইজন, লাইব্রেরি সহকারী পদে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দুইজন, হিসাব সহকারী পদে একজন, বেঞ্চ সহকারী পদে একজন ও প্রসেস সার্ভার পদে একজন নিয়োগ পাবেন।
২০২১ সালের পয়লা ফেব্রুয়ারি প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা- শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা সভাপতি, নিয়োগ-সংক্রান্ত বাছাই কমিটি, অতিরিক্ত জেলা জজ, নড়াইল।
বিজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।