আগ্রহী প্রার্থীকে সাত সেট আবেদনপত্র ২৫ ফেব্রুয়ারির মধ্যে ডাকে পাঠাতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে প্রভাষক নিতে যাচ্ছে। আগ্রহী প্রার্থীকে সাত সেট আবেদনপত্র ২৫ ফেব্রুয়ারির মধ্যে ডাকে পাঠাতে হবে।
কম্পিউটার সায়েন্স বিভাগে তিন জন (স্থায়ী), রসায়ন বিভাগে পাঁচ জন (স্থায়ী), গণিত বিভাগে চার জন (স্থায়ী), উদ্ভিদবিজ্ঞান বিভাগে দুই জন (স্থায়ী), মার্কেটিং বিভাগে দুই জন (অস্থায়ী), জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে এক জন (স্থায়ী) ও দুই জন (অস্থায়ী), দর্শন বিভাগে ছয় জন (অস্থায়ী) ও সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং বিভাগে এক জন (অস্থায়ী) প্রভাষক নিয়োগ পাবেন।
বিজ্ঞাপনটি দেখার জন্য এখানে ক্লিক করুন।